
নিউজটাইম ওয়েবডেস্ক : চলতি মাসের ৭ তারিখে প্রথম সন্তানের জন্ম দেন কল্কি কোয়েচলিন। সদ্যজাত কন্যাসন্তানের নাম দেওয়া হয়েছে স্যাফো। জন্মের পরেই একটি সাদা কাগজে মেয়ের পায়ের ছাপ নেন কল্কি ও ইজরায়েলি বয়ফ্রেন্ড গাই হার্শবার্গ। তারপর সেই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ারও করেন কল্কি। একইসাথে ছবির ক্যাপশন তিনি লেখেন, ‘স্যাফোকে সবাই স্বাগত জানান… ৯ মাস আমার ইউট্রাসে মোমোর মতো থেকেছে ও। এবার ওকে সকলের ধন্যবাদ ও শুভেচ্ছায় ভরিয়ে দেওয়ার জন্যে একটু স্পেস দেওয়া প্রয়োজন।
মেয়ের জন্মের চার দিন পর তথা মঙ্গলবার স্যাফোর প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মা কল্কি। প্রকাশিত সেই ছবিটিতে দেখা যাচ্ছে, গাই হার্শবার্গ সদ্যজাত শিশুটিকে কোলে নিয়ে বসে রয়েছেন। তাঁর পাশেই রয়েছেন কল্কি। প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর কল্কি যে কতটা খুশি তা ছবিতে তাঁর হাসি মুখ দেখেই বোঝা যাচ্ছে। একই ফ্রেমে এদিন ধরা পড়েছেন হাসপাতালের ডাক্তার এবং অন্যান্য নার্সরা।
