
নিউজটাইম ওয়েবডেস্ক : কৃষক আন্দোলন নিয়ে একের পর এক ট্যুইট বার্তা। উঠেছে সমালোচনার ঝড়। কেউ কেউ আবার কৃষক আন্দোলন প্রসঙ্গে ট্যুইট করে রীতিমত নেটিজেনদের রোষের মুখে পড়েছেন। এবার উল্টো সুর তুললেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, কৃষকদের সমর্থন করলে, বলিউড তারকারা কিছু হারিয়ে ফেলতে পারেন, সেই ভয়, আশঙ্কা থেকেই অন্নদাতাদের পাশ থেকে সরে যাচ্ছেন অনেকে। যখন আপনি আপনার সাত প্রজন্মের জন্য অর্থ গচ্ছিত করে রেখেছেন, তখন হারানোর এত ভয় কীসে আপনাদের? কৃষক আন্দোলন নিয়ে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়ে যে তারকারা টুইট করেন, তাঁদের একহাত নিয়ে এমনই মন্তব্য করেন নাসিরুদ্দিন শাহ। বলিউডের বর্ষীয়ান অভিনেতার ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তা ভাইরাল হয়ে যায়।