সব শেষ করে দিল হাতির দল

নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার সকালে ক্রান্তি ব্লকের চেংমারি গ্রামপঞ্চায়েত এলাকার গোলাবাড়ি তিস্তাবাধের কাছে ধান খেতে হানা  দিল একপাল হাতি। ৪০  বিঘা জমির ধান ও সবজি খেয়ে, পা দিয়ে মাড়িয়ে নষ্ট করলো ধানের জমি। লাগাতার ১৫ দিন ধরে বুনো হাতির দলের হামলার ঘটনায় এলাকার কৃষকেরা বিপাকে পড়ে গিয়েছে।  

জানা গিয়েছে, এই হাতির দলটি বোদাগঞ্জের জঙ্গল থেকে তিস্তা নদী পেড়িয়ে এলাকার ধান খেতে ঢুকে তান্ডব চালায়। এদিন জাকির হোসেন, মকলেশ আলি আফজল হক হবুল হক,এজাক আলি,আফতাবুল হুসেন হামিদুল আলি,রবিউল হক,আজিবুল,নাজির আলি,, সহ বহু  কৃষকের প্রায় ৪০ বিঘা জমির ধান, সবজি খেয়ে পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। এই ঘটনায় বিপাকে পড়ে গিয়েছে ওই এলাকার কৃষকেরা। যদিও বনদপ্তর খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এমনকি হাতির দলটির উপর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন বনকর্তারা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube