নিউজটাইম ওয়েবডেস্ক :
অনুব্রত
মণ্ডল’কে দিল্লি নিয়ে
গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন নিয়ে আজ
শুনানি রাউস এভিনিউ কোর্টে। গত
শুক্রবার দিল্লির এই কোর্টেই অনুব্রতকে
দিল্লি নিয়ে যাওয়ার আবেদন
জানিয়েছিল ইডি। সেই
আবেদনের ভিত্তিতেই আজ শুনানির দিন
ধার্য করে আদালত।
এর আগে গত বৃহস্পতিবার
আসানসোলের বিশেষ সংশোধনাগারে বিচারাধীন
বন্দি অনুব্রত মণ্ডল কে টানা
পাঁচ ঘন্টা জেরা করেন
ইডির আধিকারিকেরা ।
একদিকে
গরু পাচার মামলায় ফৌজদারি
অপরাধ’এর বিষয়ে সিবিআই
তদন্ত শুরু করলেও এই
মামলায় অর্থ তছরুপের বিষয়টি
তদন্ত করছে ইডি।
তারা তদন্তে নেমে এনামুল
হক, সাইগল হোসেনকে গ্রেফতার
করে জিজ্ঞাসাবাদ করেছে, যারা
আদালতের নির্দেশে এখন তিহার জেলে
বন্দি। এরপর
ইডি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি,
দাপুটে নেতা অনুব্রত মণ্ডল
ওরফে কেষ্টকে একই জায়গায় পাঠাতে
তৎপর হয়েছে। আজ
রাউস এভিনিউ আদালতের রায়ের
উপর নজর থাকবে সবার।