
নিউজটাইম ওয়েবডেস্ক : এই নিয়ে পরপর তিন দিন ইডি দফতরে সুকন্যা। বুধবার ও বৃহষ্পতিবার ম্যারাথন জেরার পর শুক্রবার আবারও ইডি দফতরে হাজিরা দিতে হবে অনুব্রত কন্যা সুকন্যাকে। সূত্রের খবর, আজ সুকন্যার মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে রাজীব ভট্টাচার্য ও মনীশ কোঠারিকে।
বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল গরু পাচার সহ একাধিক দুর্নীতির সাথে যুক্ত, এমনটাই তথ্য ইডির হাতে। অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশও মিলেছে বীরভূম সহ নানা জায়গায়। এই দুর্নীর্তির সাথে যোগসূত্র থাকায় ইডির নজরে অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্য, কেষ্টর হিসেবরক্ষক মনীশ কোঠারি এবং কন্যা সুকন্যা মণ্ডল। আজ তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করলে কেউটে বেরিয়ে আসবে কি!Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023