ফের তৃণমূল নেতাকে তলব ইডির

নিউজটাইম ওয়েবডেস্ক : আর্থিক সংক্রান্ত বিষয়ে এবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের বরীষ্ঠ নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। এই মর্মে বুধবারই নোটিশ এসেছে তার কাছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনের আগে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাপনার এই জেলার প্রধান সভাধিপতিকেই ইডি তলব করায় পুরুলিয়ার জেলা রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়ে গিয়েছে। সূত্র থেকে জানা গিয়েছে, আগামী ১৪ই নভেম্বর দিল্লিতে তাকে তলব করা হয়েছে।  তবে পঞ্চায়েত নির্বাচনের আগে স্বয়ং সভাধিপতিকে এভাবে তলব করায় পুরুলিয়া জেলায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

গত বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এই জেলায় এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু’ দুবার কয়লা পাচার মামলা সংক্রান্ত বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও বাঘমুন্ডি তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতোকে জড়িয়ে সরব  হয়েছিলেন। এবার সভাধিপতিকে তলব করায় এর পেছনে রাজনীতি রয়েছে বলে মনে করছে পুরুলিয়া জেলা তৃণমূল। গত মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরুলিয়ায়  জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসেছিলেন। তারপরেই এই নোটিশ আসায়  এর পিছনে রাজনৈতিক গন্ধ পাচ্ছে তৃণমূল ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube