নিউজটাইম ওয়েবডেস্ক :
গরু পাচার কাণ্ডে অভিযুক্ত, তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল বিশেষ সংশোধনাগারে আসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরটের আধিকারিকরা।১৭ অক্টোবর ইডির আধিকারিকেরা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে এসে গ্রেফতার করেছিল।
আইনি জটিলতার জন্য দিল্লি ইডির আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট বার করে সাইগলকে পুলিশি ঘেরাটোপে একুশে অক্টোবর দিল্লি নিয়ে গিয়েছিল আসানসোল সংশোধনাগার । একমাস পর অনুব্রত মণ্ডল কে জিজ্ঞাসাবাদ করতে আসছেন তাঁরা।অনুব্রত’কেও কি দিল্লি নিয়ে যাবে ইডি? সেই প্রশ্নই দানা বাঁধছে।