‘ED পিছনে লাগলে কালের পরিবর্তন হয়’, অনুব্রতকে কটাক্ষ অনুপম হাজরার

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লি গিয়েছেন অনুব্রত। ইডির সদর দফতরে আজ ৬ সদস্যের অফিসারদের চোখা চোখা সওয়ালের মুখোমুখি হতে হচ্ছে অনুব্রতকে। বাইরে থেকে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। অনুব্রতর পুরনো বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি । সেখানে অনুব্রতকে বলতে শোনা যাচ্ছে, ‘আমরা ভালো খেলা জানি, আমাদের মতো খেলতে কেউ পারবে না।’ পুরনো স্মৃতি উসকে দিয়ে অনুব্রতকেই কটাক্ষ করলেন অনুপম।

ভিডিওটি পোস্ট করে অনুপম লিখেছেন, ‘ছোটবেলায় ইংরেজি ব্যাকরণে Tense শেখার সময় পড়তাম- কারোর পেছনে ‘ED’ লাগলে তার কালের পরিবর্তন হয়… তখন পড়েছিলাম…আর এতদিনে উপলব্ধি করলাম…’ প্রসঙ্গত, অনুব্রত দিল্লি যাওয়ার পরেই সক্রিয় হয়ে উঠেছে বিজেপি নেতা অনুপম হাজরা। একসময় বীরভুমের দোর্দণ্ডপ্রতাম জেলা সভাপতি অনুব্রতর মুখে গুড় বাতাসা বিলি করার কথা শোনা যেত। গতকাল অনুব্রতর দিল্লি যাওয়ার আনন্দে রাজধানীর রাজপথে গুড় বাতাসা বিলি করতে দেখা গিয়েছিল অনুপমকে। আজ আবারও কটাক্ষের তির অনুব্রতর দিকেই ছুঁড়লেন বিজেপি নেতা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube