
নিউজটাইম ওয়েবডেস্ক : স্বাস্থ্য সাথী কার্ডের জন্যই মৃত্যু হয়েছে, প্রিয়জনকে হারিয়ে এমনটাই দাবী করলেন পরিবার। চিকিৎসায় গাফলতিতে রুগী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি সুপার স্পেসলাটি হাসপাতাল। উত্তেজিত রুগীর পরিবার হাসপাতালের মূল গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করে দেয়। দিন কয়েক আগে গলব্লাডারে স্টোনের সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়, এরপর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, কিন্তু আচমকা গতকাল রুগীর অবস্থা আশংকাজনক বলে জানিয়ে দেওয়া হয়।
অভিযোগ অস্ত্রোপচার না হওয়া সত্ত্বেও কি করে রুগীর অবস্থা সংকটজনক হয়, পরিবারের দাবি অনেক আগেই মারা গিয়েছিলো তাদের প্রিয়জন, কিন্তু অবস্থা বেগতিক বুঝে আজ মৃত্যুর কথা জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। লক্ষী বাউরি নামে বছর ২৯ এর ঐ মহিলার বাড়ি অন্ডালের উখরাতে। স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি করা হয়েছিল তাকে, আর এই কার্ডের জন্য প্রিয়জনকে হারাতে হলো বলে পরিবারের দাবি,ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ, ছুটে আসে বাকি থানার পুলিশ কর্মীরা। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের এই বেসরকারি হাসপাতালে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023