স্টেশনে নেই পানীয় জল, ক্ষুব্ধ যাত্রীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : মহিষাদল রেল স্টেশনের অধীনে সতীশ সামন্ত হল্ট স্টেশনে নেই পানীয় জল। কল থাকলেও পড়েনি জল। নোংরা বাথরুম, ব্যবহার করার যোগ্য নয়। সমস্যায় নিত্যযাত্রীরা। প্রতিদিন মহিষাদলের সতীশ সামন্ত হল্ট স্টেশন থেকে হাজার হাজার যাত্রী যাতায়াত করে থাকে। দুটি প্ল্যাটফর্ম রয়েছে। এক নম্বর প্লাটফর্মে জলের পরিষেবা থাকলেও তাতে ঠিক মতো পাওয়া যায় না জল, নোংরায় পরিনত হয়েছে বেসিন।

দু’নম্বর প্লাটফর্মে নলবাহিত জলের কল থাকলেও তা থেকে পড়ে না জল। ফলে নিত্যযাত্রীরা ভীষণ সমস্যায় পড়ছে। রেলের এই ধরনের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একদিন নয় দু’দিন গত প্রায় তিন বছর ধরে একই অবস্থা বলে যাত্রীদের দাবি। যেখানে যাত্রী সংখ্যা অনেক বেশি, উপার্জনও বেশি সেখানে ন্যুনতম পরিষেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। কবে দূর হবে সমস্যা সেদিকেই তাকিয়ে যাত্রীরা। স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান, ‘বহুবার রেল কর্তৃপক্ষের নজরে আনি। তার পরেও কোনো সুরাহা হয়নি। রেলের এই ধরনের অব্যবস্থায় আমরা ভীষণ ক্ষুব্ধ।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube