বিরল ঘটনা! বালকের কামড়ে মৃত্যু কেউটের

নিউজটাইম ওয়েবডেস্ক : সাপের কামড়ে মৃত্যু হয়েছে, এমন ঘটনার কথা মানুষ এতদিন শুনে এসেছে। কিন্তু এইবার ঘটনা সম্পুর্ণ বিপরীত। বালকের কামড়ে মৃত্যু হল স্বয়ং বিষধরের। ঘটনাটি ঘটেছে ‘নাগলোক’ বলে পরিচিত ছত্তীষগড়ের যশপুর জেলায়। জানা গিয়েছে, গত সোমবার নিজের বাড়ির উঠোনে খেলছিল বছর ৮’এর দীপক। হঠাতই দীপকের হাতে পেঁচিয়ে ধরে একটি কেউটে সাপ। এমনকি দীপকের হাতে ছোবলও মারে সাপটি। দীপক হাত ঝাড়া দিলেও, সাপটি যখন তাকে ছাড়ে না, তখন উলটে বালকটিই কেউটের গায়ে দু’বার কামড় দেয়। গ্রামবাসীর দাবি দীপকের কামড়ে কেউটে সাপটির মৃত্যু হয়।

অন্যদিকে দীপককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা জানান দীপক একেবারে সুস্থ। কেউটেটি দীপকের গায়ে যে কামড় বসায়, তা শুকনো কামড়। অর্থাৎ সাপটি দীপককে কামড়ালেও সাপটির দাঁত থেকে বিষের ক্ষরণ হয়নি। দিপককে অ্যান্টি-স্নেক ভেনম ইনজেকশন দিয়ে, কিছুক্ষণ পর্যবেক্ষনে রেখে ছেড়ে দেওয়া হয়। এই উলট পুরান দেখে, অবাক হয়ে গিয়েছেন গ্রামবাসীরা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube