ধুলাগড়ে সিমেন্ট কোম্পানি’কে কেন্দ্র করে বিক্ষোভ

নিউজটাইম ওয়েবডেস্ক : সাঁকরাইলের  ধুলাগড়ে একটি সিমেন্ট উৎপাদন কোম্পানি থেকে ছড়াচ্ছে দূষণ, মৃত্যু ঘটছে মানুষের। বৃহস্পতিবার ছিল গণশুনানি। শুনানিকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ, সেখানে ওই কোম্পানির আশেপাশে বিস্তীর্ণ এলাকায় দূষণ ছড়াচ্ছে দীর্ঘদিন যাবৎ। সেই দূষণের স্বীকার হচ্ছেন এলাকার মানুষ। হচ্ছে চর্মরোগ। বিশেষত শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ।  এমনকি এই রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুও ঘটেছে সেখানে। এমনটাই অভিযোগ গ্রামবাসীর।

বারংবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এনিয়ে ন্যাশনাল গ্রীন ট্রাইবুন্যালে একটি মামলাও করা হয় বলে জানান হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। বর্তমানে কোম্পানি তার উৎপাদন প্রায় দ্বিগুণ বৃদ্ধির পরিকল্পনা নিয়ে এগিয়েছে। সেক্ষেত্রে পরিবেশ ছাড় পত্র পাওয়ার আগে পদ্ধতিগতভাবে গণশুনানির মধ্য দিয়ে এলাকার মানুষের মতামতের ওপরে ভিত্তি করতে হয় বলে দাবি গ্রামবাসীর। সেইরকমই গণশুনানি ছিল বৃহস্পতিবার। গ্রামবাসীর অভিযোগ, গণশুনানিতে গ্রামবাসীকে হাজির হতে বাধা দেওয়া হয়। বরং নিজেদের মনমতো লোকজন নিয়ে গ্রামবাসীদের অন্ধকারে রেখে সেখানে শুনানি প্রক্রিয়া জারি রাখা হয়। এই অভিযোগে এবং গণশুনানির নামে প্রহসনের অভিযোগ তুলে গ্রামবাসীরা কারখানার সামনে বিক্ষোভ দেখতে থাকেন। বিক্ষোভ সামাল দিতে সাঁকরাইল থানার পুলিশকে পদক্ষেপ নিতে হয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube