মঙ্গলবার মুখোমুখি ডেনমার্ক-তিউনিশিয়া

নিউজটাইম ওয়েবডেস্ক : দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ডেনমার্ক ও তিউনিশিয়া। আল রায়ান স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টায় ম্যাচ শুরু। এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে আছে। দুটি দলই খুব ভাল ফর্মে আছে। একদিকে ডেনমার্ক যেমন তাদের শেষ পাঁচটি ম্যাচের তিনটিতেই জিতেছে, তেমনি অন্যদিকে তিউনিশিয়া শেষ চারটি ম্যাচে অপরাজিত।

 ডেনমার্ক শিবির চিন্তায় আছে ক্রিশ্চিয়ান নরগার্ড ও ইউসুফ পুলসেনের চোট নিয়ে। তুনিশিয়া শিবিরেও অস্বস্তি, ইউসেফ মাস্কানির চোট নিয়ে। তবে তিনি মাঠে নামার জন্য তৈরি। এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল দুই দেশ। ২০০২-এর সেই সাক্ষাতে জিতেছিল ডেনমার্ক। ইউরো ২০২১-এর সেমিফাইনালিস্ট ডেনমার্ক এবারও এই ম্যাচে ফেবারিট।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube