
নিউজটাইম ওয়েবডেস্ক : ডেঙ্গি উদ্বেগ হাওড়ায়। ইতিমধ্যে মুখ্য সচিবের নির্দেশে নড়েচড়ে বসেছে কর্পোরেশন। হাওড়া কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডগুলি বিশেষত উত্তর হাওড়ায় যেখানে ডেঙ্গির বাড়বাড়ন্ত, সেসব ওয়ার্ড আজ পরিদর্শন করতে শুরু করেছে হাওড়া কর্পোরেশনের বিশেষ দল। গতকালই উত্তর হাওড়ার পিলখানা ১৬ নম্বর ওয়ার্ডের ন বছরের বালকের মৃত্যু হয়। এ নিয়ে এখনো পর্যন্ত হাওড়া পুর এলাকায় ডেঙ্গুর বলি ৭ জন।
আজ ১৬ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান হাওড়া কর্পোরেশনের কমিশনার ধবল জৈন ও প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ডঃ সুজয় চক্রবর্তীর নেতৃত্বে এক বিশেষ দল। সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মী ও সাফাই কর্মীরাও। গতকাল ডেঙ্গিতে মৃত বালকের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সাথে এদিন কথা বলেন তাঁরা। এলাকা ঘুরে দেখার পাশাপাশি মানুষকে ডেঙ্গি সচেতনতার বার্তাও দেন তাঁরা। যদিও এলাকার মানুষের দাবি, দীর্ঘদিন এলাকা পরিচ্ছন্নতার অভাব রয়েছে। শুধু এসে ঘুরে গেলেই হবে না পরিষ্কার পরিচ্ছন্নতা বা সাফাইয়ের কাজে নজর দিতে হবে। অন্যদিকে কর্পোরেশনের তরফ থেকে ডেঙ্গুর গ্রাফ নিম্নমুখী বলা হলেও বাস্তব চিত্রটা সন্তোষজনক নয়। যদিও কর্পরেশন সূত্রে বলা হয়, বিগত তিন সপ্তাহ আগে অর্থাৎ এবছরের ৪২ তম সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৩২৫ তারপরে অর্থাৎ ৪৩ তম সপ্তাহে কমে ২৭৫ এবং সর্বশেষ ৪৪ তম সপ্তাহে ১৯৭ টি পজিটিভ কেস আছে কর্পোরেশন এলাকায়। সুজয় চক্রবর্তী এও বলেন মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023