
নিউজটাইম ওয়েবডেস্ক : ডিএ নিয়ে বহুদিন ধরেই সরগরম রাজ্য-রাজনীতি।রাজ্য সরকারের কাছে একাধিকবার ডিএ চেয়েও ফল পায়নি সরকারি কর্মচারীরা। বহু বিক্ষোভেও যখন নিরুত্তাপ ছিল রাজ্য সরকার, তখন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। আদালত রাজ্য সরকারকে ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও সেই নিয়ে কোনও পদক্ষেপই করেনি রাজ্য সরকার।
সরকারের ভাঁড়ার শূন্য, এই অজুহাতে কোর্টে গিয়েছিল রাজ্য সরকার।কিন্তু সেই আবেদন অসম্পূর্ণ থাকায় অবশ্য কোর্ট সেই মামলা নেয়নি। আজ আবারও বকেয়া ডিএ’র দাবিতে পথে নামলেন সরকারী কর্মচারীরা। বিধানসভা অভিযান করেছিলেন তাঁরা। কিন্তু ১৪৪ ধারার অজুহাত দেখিয়ে সরকারী কর্মচারি ও পুলিশের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। বকেয়া চেয়ে কপালে জুটলো শুধুই কিল-চড় ঘুষি।আবারও স্পষ্ট হল রাজ্য সরকারের উদাসীনতার ছবি। রাজপথ উত্তাল হল এক নির্মম ঘটনার।Latest posts by news_time (see all)
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023