আজই রাজ্যপাল পদে সিভি আনন্দ বোস, উপহার পাবেন রসগোল্লা

নিউজটাইম ওয়েবডেস্ক :

আজই নতুন রাজ্যপাল পেতে চলেছে পশ্চিমবঙ্গ। সিভি আনন্দ বোস, আজই শপথ নেবেন রাজ্যপাল পদে। রাজভবনে সকাল পৌনে এগারোটায় শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। গতকালই কলকাতায় এসেছেন হবু রাজ্যপাল। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন, মমতার মন্ত্রীসভার সদস্যরা। দেখা গিয়েছিল মন্ত্রী ফিরহাদ হাকিম ও শশী পাঁজাকে।এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার নগরপাল, বিনীত গোয়েল, মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। উপস্থিত ছিলেন ডিজিপি মনোজ মালব্য।

রাজ্যপাল কলকাতায় এসে রাজ্যপাল পদে বসার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়েছেন। পুজো দিয়েছেন কালীঘাটে। আজ নিয়ম মেনেই বসবেন রাজ্যের ক্ষমতার মসনদে। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যপাল কলকাতায় এসে কোনও উপহার পাবেন না তা কি হয়! তাঁর জন্য কলকাতার ঐতিহ্য, রসগোল্লা তৈরী রয়েছে ইতিমধ্যেই। কলকাতার বিখ্যাত দোকানের রসগোল্লা রাজ্যপালের হাতে তুলে দেবেন খোদ মুখ্যমন্ত্রী।

দুটি নীল রঙের হাড়িতে, পঞ্চাশ-পঞ্চাশ করে একশো পিস রসগোল্লা তুলে দেওইয়া হবে সিভি আনন্দ বোসের হাতে। রসগোল্লার প্রতি তাঁর ভালোলাগার কথা আগেই জানিয়েছিলেন হবু রাজ্যপাল। আজ সেই রসগোল্লা উপহারে পেয়ে মিষ্টির রসে কতটা মন মজে রাজ্যপালের, আজ তাই-ই দেখার।    

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube