
নিউজটাইম ওয়েবডেস্ক : জো জিতা ওহি সিকান্দার। দুই জনেই এলএমটেন। কিন্তু জিতলেন একজনই লিও মেসি। ২০১৮ সালে ক্রোটদের রূপকথার কাণ্ডারী। কাতারেও তিনি ছিলেন ক্রোয়েশিয়ার স্বপ্নের সওদাগড়। কিন্তু মেসির আলোয় আবছা হয়ে গেলেন লুকা মদ্রিচ। সেমিফাইনালেই থামল তার দলের স্বপ্নের দৌড়। আর ৮০ মিনিট অক্লান্ত পরিশ্রম করলেন, কিন্তু শূণ্য হাতে মাঠ ছাড়তে হল তাঁকে। সেই সঙ্গে অবসান হল একটা শিল্পের। মাঝমাঠের অন্যতম শিল্পী ফুটবলার ক্রোয়েশিয়ার এলএমটেন।
গতবার একটুর জন্য কাপটা ছোঁয়া হয়নি, বিদায়ের আগে একটা রূপকথা লিখে রাখতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না। ফুটবল ঈশ্বরের আর্শীবাদ রাজপুত্রই পেলেন। আর বিশ্বকাপ থেকে বিদায়টা বেরঙিন হয়েই থাকল লুকার জন্য। শনিবার তৃতীয় স্থান নির্ধারক একটা সান্ত্বনার ম্যাচ অবশ্য রয়েছে। সোনা-রূপো নয় বিধ্বস্ত লুকা মদ্রিচকে লড়তে হবে ব্রোঞ্জ পদকের জন্য। লাইম লাইটের খিদে তাঁর কখনই ছিল না।বিরহের রাতে আরও একবার ট্র্যাজিক নায়ক হয়েই থেকে গেলেন। মহানায়ক হওয়া হল না। মেসির আলোয় লুকা মেঘে ঢাকা তারাই।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023