
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বকাপে সূর্যাস্ত জাপানের। টাইব্রেকারে হেরে কাতারের কাপযুদ্ধ থেকে বিদায় নিল জাপানীরা। অভিজ্ঞতাকে সঙ্গী করেই শেষ আটে ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ে স্কোর লাইন ছিল ১-১। খেলার শুরু থেকেই গতিতে ক্রোটদের রক্ষণ ভাঙার চেষ্টা করে সামুরাইরা।প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জাপানকে এগিয়ে দেন ডাইজেন। পিছিয়ে পড়েও দমে যায়নি গতবারের রানার্সরা। অভিজ্ঞতাকে সঙ্গী করেই খেলায় ফেরে লুকা মদ্রিচরা। ৫৫ মিনিটে দুরন্ত হেডে সমতা ফেরালেন ইভান। এরপর জাপানের রক্ষণে চাপ আরও বাড়ায় ক্রোটরা।
গোন্ডা দুর্গ রক্ষা করলেন এশিয়ার দেশটির। ৯০ মিনিটে ম্যাচের মীমাংসা না হওয়ায় খেলা গড়াল অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমেও গোল এল না, বরং গা ঝারা দিয়ে উঠে আক্রমণে ফিরল জাপানীরা। কিন্তু তেকাঠিতে বল রাখতে পারল না । টাইব্রেকারে ম্যাচের নায়ক হয়ে উঠলেন ক্রোট গোলরক্ষক লিভাকোভিচ। তিনটি শট রুখে দিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তুললেন।তার বিশ্বস্ত হাতেই শেষ হয়ে গেল জাপানের দৌড়। ৩-১ ম্যাচ জিতল ক্রোটরা। গোটা ম্যাচে ভালো খেলেও পেনাল্টি শুট আউটে জাপানী দুর্গের পতন রুখতে ব্যর্থ গোন্ডা। মধ্যরাতে আধার আরও ঘন হল জাপানের, সঙ্গে নিভল কাপযুদ্ধে এশিয় শক্তির উজ্জ্বল প্রদীপ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023