
নিউজটাইম ওয়েবডেস্ক : মহেশতলা ২৪ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ার বাসিন্দা শেখ আপসার পেশায় টোটো চালকরেদিন বাড়ির সামনে টোটো রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা শুরু হয় তাঁর। মুহূর্তের মধ্যে প্রতিবেশী তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে টোটো চালককে কোপাতে থাকে।স্বামীকে বাঁচাতে স্ত্রী এলেও তাকেও মেরে মাথা ফাটিয়ে দেয়া হয় ।
রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মহেশতলা থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ তড়িঘড়ি তাদেরকে বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য ।রাতে মহেশতলা থানায় শেখ আপসার এর পরিবার লিখিত অভিযোগ দায়ের করল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে । অভিযুক্তরা একই পরিবারের তিন ভাই ঘটনার পর থেকেই পলাতক ।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023