হিমাচল থাকল কংগ্রেসের হাতে

নিউজটাইম ওয়েবডেস্ক : গুজরাতে বিজেপির নিরঙ্কুশ সাফল্য এলেও হিমাচল এল কংগ্রেসের হাতেই। পাঁচ বছর পর পর নতুন সরকারের ঐতিহ্য বজায় রাখল হিমাচল প্রদেশ। ভোট গণনার শুরুতে বিজেপি কংগ্রেসে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ভোট গণনা শেষে এগিয়ে গেল হাত শিবির। গেরুয়া ঝড় টিকতে পারল না হিমাচলবাসীর রায়ের সামনে।

হিমাচল প্রদেশে মোট ৬৮টি আসনের মধ্যে ৩৯টি আসন পেয়েছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ২৬টি আসন।হিমাচলে গুজরাতের রেশ বজায় রাখতে পারল না আম আদমি পার্টি। তাঁদের শূন্য হাতেই ফেরাল জন্তা। অন্যান্য দলগুলি ৩টি আসন পেয়েছে হিমাচলে।    

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube