
নিউজটাইম ওয়েবডেস্ক : গতকাল ব্লক সভাপতি দলীয় প্যাডে কেশপুর ব্লকের চারটি অঞ্চলের অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা করে। যা নিয়ে গতকালই উত্তেজনা ছড়ায় পার্টি অফিসে। মোতায়েন করতে হয় পুলিশ। আজকে সেই ব্লক পার্টি অফিসেই ব্লকের তিনজন সহ-সভাপতির একজন জাহাঙ্গীর খান নিউজ টাইমকে জানালেন, “ব্লকের কারোর সাথে আলোচনা না করেই বিধায়ক শিউলি সাহা ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা কেশপুরের চারটি অঞ্চলের অঞ্চল সভাপতি নাম ঘোষণা করে। তারা এই চারটি অঞ্চলের অঞ্চল সভাপতিদের মানবেন না।”
এলাকার এক বর্ষিয়ান তৃণমূল কর্মী হাবিবুর রহমান জানিয়েছেন, এলাকার বিধায়ক শিউলি সাহা কেশপুরে গোষ্ঠী দ্বন্দ্বের রাজনীতি করছেন। টাকার বিনিময়ে অঞ্চল সভাপতি গঠন করা হচ্ছে কেশপুরে, গুরুতর অভিযোগ করলেন ওই তৃণমূল কর্মী।গতকাল কেশপুরের ব্লক তৃণমূল কার্যালয়ে জানিয়ে রীতিমতো বচসা হয়। তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। উল্লেখ্য সপ্তাহখানেক আগেই কেশপুরের চরকা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে বোমার আঘাতে এক তৃণমূল কর্মীর হাতের আঙ্গুল উড়ে গিয়েছিল। সেই ঘটনাতেও খোদ বিধায়ক শিউলি সাহার বিরুদ্ধেই খুব উগড়ে দিয়েছিলেন ওই এলাকার তৃণমূলের বুথ সভাপতি। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের জেলা-কোটিনেটর অজিত মাইতি বলেন, কেশপুরের তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ নেই। যারা শৃঙ্খলার বাইরে গিয়ে দলের বিরুদ্ধে কথা বলবেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023