
নিউজটাইম ওয়েবডেস্ক : মহার্ঘ্য ভাতার দাবিতে শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান বামপন্থী শিক্ষক সংগঠনের। পাশাপাশি শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল নিখিল ভারতীয় প্রাথমিক শিক্ষক পরিষদ। সোমবার শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় একটি পথসভা করে শিক্ষক সংগঠনের কর্মী সমর্থকরা। এরপর উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিযান করতে গেলে মাঝপথে মিছিল আটকে দেয় শিলিগুড়ি মেট্রোপলিটান পলিশ এর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালে পুলিশ পাঁচজনের একটি প্রতিনিধি দলকে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদানের জন্য অনুমতি দেয়। বাম শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব ঝাঁ বলেন, “আমাদের ৩৫ শতাংশ হারে বকেয়া ডিএ দিতে হবে। জাতীয় শিক্ষা নীতি বাতিল করা সহ একাধক দাবি রয়েছে। যদি রাজ্য সরকার পদক্ষেপ না করে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করা হবে।”Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023