নিউজটাইম ওয়েবডেস্ক :
সোশ্যাল
মিডিয়ায় ভাইরাল হওয়ার খেসারত
জীবন দিয়ে মেটালো এক
কলেজ ছাত্রী। এই
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল
ভারত ভুটান সীমানায়। গত ২৯
শে সেপ্টেম্বর জয়গাঁও এর সুভাষপল্লী এলাকার
কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী
পূজা ঘোষ তার ছোট
বোনকে সাথে নিয়ে একটি
শপিং মলে গিয়েছিলেন।
সেখানেই কয়েকটি চকলেট সকলের অজান্তে
নিয়ে নেয় সে।
কর্তব্যরত কর্মীদের নজরে আসে সেটা। সাথে
সাথেই তাকে ধরে নেয়
মলের কর্মীরা। সে
তার দোষ স্বীকার করে
নেয়। চকলেটের
টাকাও মিটিয়ে দেয় পূজা
। কিন্তু সেই
সময়ই শপিংমলে
কর্মরত অনেকেই
তার ছবি মোবাইলে তুলে
নেয়।
তারপর থেকেই তার ছবি
ভাইরাল হতে থাকে সোশ্যাল
মিডিয়ায়। মানসিক
অবসাদগ্রস্ত হতে থাকে পূজা। অবশেষে রবিবার
রাতে নিজের বাড়িতে গলায়
ফাঁস দিয়ে আত্মহত্যা করে
ওই কলেজ ছাত্রী।
মৃত ছাত্রীর বাবা
বলেন,ভিডিও ভাইরাল হওয়ায় তৃতীয়
বর্ষের কলেজ ছাত্রী মানসিক
অবসাদে ভুগছিলেন, অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়
সে ।। গতকাল তাদের ঘর
থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত
দেহ পুলিশ উদ্ধার করে
। এই ঘটনার
পর গতকাল রাতে উত্তেজিত
জনতা শপিংমলের সামনে এসে বিক্ষোভ
দেখায় এবং জয়ঁগা
থানায়
বিক্ষোভ দেখায় । সোমবার
সকালে ও গ্ৰামবাসীরা জয়ঁগা
থানার সামনে জমায়েত হয়ে
দোষীদের শাস্তির দাবিতে সরব হয়
।থানার সামনে
জমায়েত হয়ে দোষীদের শাস্তির
দাবিতে সরব হয় । পরিবারের পক্ষ থেকে শপিংমল
এর কর্মীদের বিরুদ্ধে জয়ঁগা থানায় অভিযোগ
জানানো হয়েছে। সমস্ত
ঘটনার তদন্ত করছে জয়গাঁও
থানার পুলিশ। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের
জন্য পাঠানো হয়েছে।