
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের প্রসূতি মৃত্যুর ঘটনা । এবারে কলকাতার বুকে এক বেসরকারি হাসপাতালে। উত্তেজনা হাসপাতালে। নিউআলিপুরের সিএমআরআই হাসপাতালে এই মর্মান্তিক ঘটনার কথা সামনে এসেছে।
পরিবারের তরফে দাবি, সিজারের পর বুধবার রাতে জানানো হয়েছিল শিশু ও মা দু’জনেরই শারীরিক ভাবে সুস্থ রয়েছে। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই ভোররাতে জানানো হয় আইসিইউ-তে ভরতি করতে হয়েছে শিশুর মাকে। আর এতেই পরিবারের সকলে অশান্তির সৃষ্টি করে। কীভাবে হঠাৎ ই প্রসূতির মৃত্যু হল, কেন পরিবারকে সেই বিষয় কিছুই জানানো হল না তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবারের লোকেরা। ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। কড়া নজর রেখেছে পুলিশ। প্রসঙ্গত, কদিন আগেই প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে। চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছিল এরূপ দাবী করে প্রসূতির পরিবারের লোকজন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022