
নিউজটাইম ওয়েবডেস্ক :
প্রতি ঈদে সালমান খান ভক্তদের উপহার দেন নতুন কোনো ছবি। ২০২০ সালে এই সাল্লু ভাইয়ের ঈদের ছবির নাম ‘রাধে’। নানা বিতর্ক ছাপিয়ে ‘রাধে’ এখন আলোচনায় নতুন কারণে। এই সিনেমার ক্লাইম্যাক্সে ২০ মিনিটের একটি দৃশ্যের জন্য নাকি প্রযোজকের পকেট থেকে চলে গেছে সাড়ে ৭ কোটি রুপি। মিড ডের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। মুম্বাইয়ের একটি স্টুডিওতে ক্রোমা কি টেকনোলজি ব্যবহার করে সম্প্রতি সালমান খান আর রণদীপ হুদা অভিনীত ওই অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হবে ভারী ভিএফএক্সের কাজ। মিড ডেকে দেওয়া এক সাক্ষাৎকারের সূত্র বলে, ‘ক্রোমা কিতে শুটিং করা খুবই খরচসাপেক্ষ বিষয়। কেবল মোটা পকেটের প্রযোজকদের পক্ষেই সেটি সম্ভব। “বাহুবলি” আর “বাহুবলি টু”তেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ক্রোমার জন্য যে ধরনের আলোর প্রয়োজন পড়ে, সেটা খুবই দামি। নীল বা সবুজ ব্যাকগ্রাউন্ডে শুটিং হয়। আর ভিএফএক্সে পুরো ব্যাকগ্রাউন্ড ডিজিটালি আমাদের পছন্দমতো পরিবর্তন করা হয়েছে।’Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023