
নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়িতে মজুদ করে রাখা বোমা ফেটে মৃত্যু হল শিশুর। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, মিনাখার বকচোরা পঞ্চায়েতের টাইম পাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুহানা খাতুন ওরফে ঝুমা। আট বছর বয়সী ঝুমা এসেছিল তার মামার বাড়ি বকচোরা গাইন পাড়ায় আবুল হোসেন গাইনের বাড়িতে। সেখানেই ঘরে রাখা মাচার উপরে নারকেল পাড়তে গিয়েছিল সে। নিমেষেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
মাচায় থাকা বোমা মাটিতে পড়ে বিকট শব্দ করে ফেটে যায়। বোমার শব্দে কেঁপে ওঠে আশপাশ। গুরুতর আহত সুহানাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর এসে পৌঁছয় ঝুমার বাড়ি বাসন্তী থানার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের করমদিনি বাটি গ্রামে। সেখানে নেমে এসেছে শোকের ছায়া। যারা এই বোমা মজুদ করেছিল তাদের শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষ।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023