
নিউজটাইম ওয়েবডেস্ক : চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হল সদ্যজাতের। অভিযোগ শিলিগুড়ি জেলা হাসপাতালের বিরুদ্ধে। শিলিগুড়ির চম্পাশাড়ির দেবিডাঙার বাসিন্দা ঝন্টু মণ্ডল গত বৃহস্পতিবার তার অন্ত্বসত্তা স্ত্রীকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেন।ডাক্তার পি সর্দারের অধীনে চিকিৎসা চলছিল তাঁর।
ঝন্টু অভিযোগ করেন, বৃহস্পতিবার সারাদিন তাঁর স্ত্রীকে চিকিৎসক দেখতে যাননি। শুক্রবার তাঁর প্রসব যন্ত্রণা উঠলে একজন নার্স স্বাভাবিকভাবে প্রসব করানোর চেষ্টা করেন।তাতে কাজ না হলে অন্য এক চিকিৎসক তাঁর স্ত্রী’এর সিজার করেন। বাচ্চার মাথায় নাকি জল জমে যায়। গুরুতর অসুস্থ হয়ে পড়ে সদ্যজাত। গতকাল মৃত্যু হয় শিশুর। এই পুরো ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের গাফিলতি দেখছে শিশুর পরিবার।শিশু মৃত্যুর খবর হাসপাতাল সুপার চন্দন ঘোষের কাছে পৌছাতেই নড়ে চড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ।ডাঃ চন্দন ঘোষ জানান এই ধরনের ঘটনা কাম্য নয়।পুরো বিষয়টি জেলার প্রধান স্বাস্থ্য অফিসারকে জানানো হয়েছে। তদন্ত করে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হসপিটাল সুপার।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023