
নিউজটাইম ওয়েবডেস্ক : পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পড়ে গেল। মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমতার বিধানসভার মানকুর গ্যারেজ মোড়ে এক মহিলা কর্মীদের সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি কর্মীদের নির্দেশ দেন পঞ্চায়েতের ভোটে কিভাবে বুথ লেভেলে সংগঠন শক্তিশালী করা যাবে। এরপর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে যান। সেখানে মহিলাদের সঙ্গে সরাসরি কথা বলে জানতে চান, তারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা তা আলোচনা করেন।।
মন্ত্রীকে কাছে পেয়ে মহিলারা জানান তারা লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এদিন তিনি বলেন সামনে পঞ্চায়েত এবং লোকসভা ভোটকে সামনে রেখে মহিলা দলীয় কর্মীদের চাঙ্গা করতে “গ্রামে চলো” সভার আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন ব্লকের নেত্রী এবং বুথ কর্মীরা এই সভায় যোগ দিয়েছেন। উদ্দেশ্য রাজ্য সরকার যেসব সুযোগ সুবিধা দিচ্ছে তার কথা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা রয়েছে বলে তিনি দাবি করেন। আজ থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ সব জায়গায় এই ধরনের সভার কাজ শুরু হল বলে তিনি জানান। গুজরাটের ব্রিজ ভাঙা নিয়ে এদিন তিনি বলেন, কাটমানি নেওয়া হয়েছে কি না তা, এবং কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দিয়ে তদন্ত করা উচিত কিনা সেটা পরে দল বলবে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হুমকি তৃণমূল কর্মীদের ডান্ডা মেরে ঠান্ডা করার দাওয়াই এর কঠোর সমালোচনা করে তিনি বলেন এগুলো ফাঁকা আওয়াজ। ওদের হাতে ডান্ডাই বা কোথায়, ঠান্ডা করার মেশিন বা কোথায়। ২০২১ শে অনেক ডান্ডা দেখিয়েছে তারপর নিজেরাই ঠান্ডা হয়ে গেছে। ওদের দল ওনাকে ঠান্ডা করে দিয়েছে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023