
নিউজটাইম ওয়েবডেস্ক : রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে শীতকালীন অধিবেশনেই সংশোধনী বিল আনতে পারে সরকার, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে জানালো কেন্দ্র। কেন্দ্রকে এই বিষয়ে আরও সময় দেওয়ার আবেদন মঞ্জুর করল শীর্ষ আদালত। পাশাপাশি এই আইন ও তার প্রয়োগ আপাতত মুলতুবি থাকবে বলে গত ১১ই মে র অন্তর্বর্তী নির্দেশ বহাল রেখেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
প্রধান বিচারক উদয় উমেশ ললিত, এবং বিচারক এস.রবীন্দ্র ভট্ট এবং বিচারক হিমা কোহলির বেঞ্চে এদিন অ্যাটর্নি জেনারেল আর.ভেঙ্কটরমন বলেন, ‘আগামী শীতকালীন অধিবেশনে পার্লামেন্টে কিছু একটা ঘটতে পারে।কিছু বদল আসতে পারে। অন্তর্বর্তী নির্দেশ নিয়ে চিন্তার কোনও কারণ নেই।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023