
নিউজটাইম ওয়েবডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন শীর্ষ আদালতের বিচারাধীন থাকাকালীন গুজরাতের আনন্দ ও মেহেসানার জেলাশাসক কে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ায় অধিকার দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও স্থানীয়ভাবে নাগরিকত্ব দেবার অধিকার এর আগেও গুজরাট সহ পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, ছত্তিসগড়ের বিভিন্ন জেলা কে কেন্দ্রীয়ভাবে দেওয়া হয়েছে। কিন্তু বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গুজরাটের আরো দুই জেলাকে এই অধিকার দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে এসে যে হিন্দু-শিখ-বৌদ্ধ-জৈন-পার্সী এবং খ্রীস্টানরা, গুজরাতের আনন্দ ও মেহেসানায় বসবাস করছেন, তাঁরা নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।এরপর জেলার কালেক্টর’রা সেই আবেদন খতিয়ে দেখবেন। একই সাথে অনলাইনের সেই আবেদন খতিয়ে দেখবেন কেন্দ্র সরকারও।তারপরেই কাকে নাগরিকত্ব দেওয়া হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023