
নিউজটাইম ওয়েবডেস্ক : হরিহরপাড়া গোবরগাড়া হাই মাদ্রাসায় ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙে পড়ে গিয়ে আহত ২ ছাত্র। আহত দুই ছাত্রের নাম সামিউল সেখ ও তোহমিদ বাসির দুজনেই নবম শ্রেণীর ছাত্র।ছাত্ররা জানান ১১ টার সময় স্কুলে ঢুকে ক্লাসরুমে বন্ধুদের সঙ্গে কথা বলছিল সে, সেই সময় হঠাৎ সিলিং ফ্যান ভেঙে পড়ে যায়।
ওই সিলিং ফ্যানের পাখায় আহত হয় একজনের কপাল কেটে যায় অপর এক ছাত্রের হাত ভেঙে যায় তাদের দুজনকেই শিক্ষকরা তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। আহত ছাত্র তোহমিদ বাসির জানান, স্কুলের শিক্ষকদেরকে বারংবার বলার পরও ফ্যানটি বদল করা হয়নি।অনেক পুরনো ফ্যান সেই কারণেই ভেঙে পড়ে যাই।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023