
নিউজটাইম ওয়েবডেস্ক : উতরে গেল ব্রাজিল, উতরে দিলেন ক্যাশিমেরো। সুইৎজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌছে গেল তিতের দল। স্কোর লাইন ১-০। সুইসদের বিরুদ্ধে জয় পেতে যথেষ্ট বেগ পেতে হল নেইমারহীন ব্রাজিলকে। যেন আল্পস্-র পবর্ত হয়ে ওঠা সুইৎজারল্যান্ডের রক্ষণ ভাঙতে বেগ পেতে হল রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়রদের।প্রথমার্ধে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না সেলেকাওরা।
দ্বিতীয়ার্ধে পাকুয়েতা, রিচার্লিসন, ফ্রেডদের তুলে জেসুস, অ্যান্টোনি, রদ্রিগোদের নামিয়ে দেন তিতে। আর এতেই গতি পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণের গতি । ৬৩ মিনিটে লকগেট ভেঙে গোলের দরজা খুলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু ভারের সৌজন্যে গোল বাতিল হল। অবশেষে ৮২ মিনিটে এল সেই মুহূর্ত, ছন্দবন্ধ আক্রমণ থেকে বল জালে জড়ালেন ক্যাশিমেরো। হাসি ফুটবল ভিআইপি বক্সে থাকা কাফু, কাকা, রোনাল্ডোদের মতো মহারথীদের মুখে। সেইসঙ্গে ঘাম দিয়ে জ্বর ছাড়ল বিশ্ব জোড়া ব্রাজিল সমর্থকদের।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023