
নিউজটাইম ওয়েবডেস্ক : জোকা ম্যানেজমেন্টে ছাত্রছাত্রীরা আজ সকাল থেকে না খেয়ে রয়েছে কারণ তাদের ক্যান্টিন পুরোপুরি বন্ধ রয়েছে। এবং তাদের কাছে সেই ভাবে কোন ড্রাই ফুডস বা খাবারও নেই যে তারা খেয়ে থাকতে পারবে। সূত্র মারফত জানা গিয়েছে, জোকা ম্যানেজমেন্ট এর মধ্যে চারটি ক্যান্টিন চলত এবং সেই ক্যান্টিনের মধ্যে ১হাজার ছাত্রছাত্রীরা খাবার দাবার খেত। ছাত্রছাত্রীরা ক্যামেরার সামনে কোন কথা না বললেও তাদের কাছ থেকে যেটা জানা যাচ্ছে খাওয়ার দাবারের মান অত্যন্ত খারাপ ছিল।
পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ছাত্র-ছাত্রীদের খাওয়া-দাওয়া দেওয়া হত না। এমনকি ক্যান্টিনের মধ্যে মদ্যপান করত ক্যান্টিনের কর্মরত ব্যক্তিরা। সেই জন্য ১৪ জন ক্যান্টিনের কর্মীকে স্টুডেন্ট ম্যানেজমেন্টের কাছ থেকে বরখাস্ত করা হয়েছে। সেই কারণে বাদ বাকি আরো কর্মী যারা রয়েছে তারা ক্যান্টিন বন্ধ রেখেছে কর্ম বিরতি রেখেছে এবং গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছে। আর এই কারণে খাবার না পেয়ে ক্যান্টিং বন্ধ থাকার কারণে বিপাকে ছাত্রছাত্রীরা এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছে না।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023