
নিউজটাইম ওয়েবডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর উদ্দেশে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি’র মন্তব্য নিয়ে এখনও শান্ত হয়নি রাজ্য রাজনীতি।অখিল গিরি’কে বরখাস্ত করার, এমনকি তাঁকে শাস্তির দাবিতে আন্দোলনেও নেমেছিল আদিবাসী সম্প্রদায়।জেলায় জেলায় বিজেপির কর্মীরাও অখিল গিরি’র বিরুদ্ধে পথে নেমেছিলেন। এইবার এই বিষয়ে রাজ্য সরকারকে আদেশ দিল আদালত।
আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি’র মন্তব্যের পর রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেছে কিনা তা দু সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে। অখিল গিরির বিরুদ্ধে বিভিন্ন থানায় যে অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত কী পদক্ষেপ করেছে সেই রিপোর্টও রাজ্য সরকারের থেকে চেয়েছে আদালত।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023