
নিউজটাইম ওয়েবডেস্ক : শান্তিনিকেতনের জনপ্রিয়-ঐতিহ্যবাহী পৌষ মেলার ভবিষ্যৎ নিয়ে কাটেনি জট। এখনও অনিশ্চয়তার মুখে পৌষ মেলা। এত বছর শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে পৌষ মেলা অনুষ্ঠিত হত। শেষবার এই মেলা হয়েছিল ২০১৯ সালে।এরপর থেকেই পৌষ মেলা নিয়ে খুব একটা আগ্রহী নন বিশ্বভারতীর উপাচার্য।
পৌষ মেলা না হওয়ায় বিগত দু বছর প্রবল সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা।রবীন্দ্রনাথের সঙ্গে জড়িত এই পৌষ মেলা। তাই প্রত্যেক বছর এই মেলায় যেতে মুখিয়ে থাকেন বাঙালি। দেশের সীমানা ছাড়িয়ে বহু বিদেশীও এসে যোগ দিতেন এই মেলায়। ফলে বেশ ভালো মুনাফা করতেন ব্যবসায়ীরা।বর্তমানে প্রায় মুখ থুবড়ে পড়েছেন তারা। বিশ্বভারতীকে ইতিমধ্যেই পৌষ মেলা শুরু করার আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু কোনও সদুত্তর না পেয়ে, সেই মামলা গড়াল আদালতে। বোলপুরের ব্যবসায়ী, জনৈক গুরুমুখ জেটওয়ানি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। এই মামলায় তিনি পক্ষ করেছেন, রাজ্য সরকার পৌরসভা এসএসডিএ পলিউশন কন্ট্রোল বোর্ডকে।এর সঙ্গেই পার্টি করেছেন এই মেলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাঁদের সকলকে। বিশ্বভারতী যাতে কোনওমতেই দায় এড়িয়ে রাজ্য সরকারের ঘাড়ে না চাপাতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। ব্যবসায়ীর দাবি, বিশ্বভারতী পৌষ মেলা করুক, এমন নির্দেশ দিন হাইকোর্ট।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023