নিউজটাইম ওয়েবডেস্ক :
বাস উল্টে মৃত যুবক,
আহত শিশু সহ বেশ
কয়েকজন যাত্রী। সুত্রের
খবর, কোচবিহারের চৌধুরী হাট থেকে
পূর্নীয়াতে ইট ভাটায় কাজ
করতে যাওয়ার পথে কালাগছ ফ্লাইওভারের
উপরের গার্ড ওয়ালে ধাক্কা
মেরে উল্টে যায় যাত্রী
বোঝাই বাস। এই
ঘটনায় মনিরুল আলী নামের
২০ বছরের এক যুবক
ঘটনাস্থলেই মারা যায়।
গুরুতর আহত ৩ জনকে
উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে এবং ৫ জনকে
ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো
হয়।
প্রায় ৭ জন
শিশু সহ একাধিক মহিলা
এবং অন্যান্য যাত্রীরা আহত যাত্রীদের চোপড়া
স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে
। এই
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে
পড়ে এলাকায়, ঘটনার কথা জানা
মাত্রই স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে নেমে
পড়ে। খবর
দেওয়া হয় চোপড়া থানার
পুলিশকে।
চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে
পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর
ব্যবস্থা করার পাশাপাশি দমকল
বাহিনীকে খবর দেন।
কিছুক্ষণের মধ্যেই দমকল বাহিনীর
একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয়
ব্যবস্থা নেয়।