
নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার রাতে বিশ্বকাপে ফের সাম্বা ম্যাজিকের অপেক্ষায় গোটা বিশ্ব। রাত সাড়ে বারোটায় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামবে সেলেকাও। তবে চোট আঘাতে জর্জরিত হলুদ সবুজ শিবির। নেইমার কি চোট সারিয়ে দলে ফিরছেন? লাখ টাকার প্রশ্ন। ব্রাজিল শিবিরের অবশ্য খবর তাঁর মাঠে নামার সম্ভাবনাই বেশি। তবে ক্যামেরুন ম্যাচে এমন চোট পেয়েছেন গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স টেলেস যে দু’জনেই ছিটকে গেলেন টুর্নামেন্ট থেকে।
অ্যালেক্স স্যান্ড্রোকে নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। যদি তিনি খেলতে না পারেন তাহলে লেফট ব্যাক নিয়ে সমস্যায় পড়বেন তিতে। দানিলো অবশ্য চোট অনেকটাই কাটিয়ে উঠেছেন। তবু ম্যাচের আগে যতটা না দক্ষিণ কোরিয়াকে নিয়ে, তার চেয়ে বেশি চোট আঘাত নিয়ে চিন্তায় সেলেকাও শিবির । কোরিয়ানরা পর্তুগালকে হারিয়ে দিয়েছে, তাই তাদের হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল। অন্যদিকে হোক না ব্রাজিল, কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে তৈরি এশিয়ার দলটি।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023