
নিউজটাইম ওয়েবডেস্ক : শুক্রবার গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। রাত সাড়ে বারোটায় ক্যামেরুনের বিরুদ্ধে নামবে সেলেকাও। এর মধ্যেই নক আউট পর্বে কোয়ালিফাই করে গেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাই এই ম্যাচে রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে পারেন তিতে। নেইমার ও দানিলো চোটের জন্য নেই। অ্যালেক্স স্যান্দ্রোও চোটের তালিকায়। এ ছাড়াও কয়েকজনকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা। গ্রুপের অন্য ম্যাচে একই সময়ে সার্বিয়ার বিরুদ্ধে নামবে সুইৎজারল্যান্ড।
গ্রুপ থেকে ব্রাজিল কোয়ালিফাই করে গেলেও দ্বিতীয় দল হিসাবে নক আউটে যাবে কে? তিন পয়েন্ট নিয়ে সুবিধাজনক জায়গায় আছে সুইৎজারল্যান্ড। সার্বিয়া ও ক্যামেরুনের পয়েন্ট এক। ফোকাস মূলত সার্বিয়া সুইৎজারল্যান্ড ম্যাচের দিকে। যে জিতবে সেই চলে যাবে নক আউটে। ড্র হলে যাবে সুইসরা। তবে সেক্ষেত্রে সুইসদের পথের কাঁটা হতে পারে বা জিতলেও সার্বিয়ার কোয়ালিফাই করা আটকাতে পারে একমাত্র ক্যামেরুনের কাছে ব্রাজিল বড় ব্যবধানে হারলে।Latest posts by news_time (see all)
- প্রথম রূপান্তরকামী ‘বাবা’ সন্তান প্রসব করলেন - February 9, 2023
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023