
নিউজটাইম ওয়েবডেস্ক : সারা বিশ্বে ফুটবলের জ্বরে কাবু। কাতারে চলছে কাপযুদ্ধ। কেউ বা চোখ রাখছেন টেলিভিশন-মোবাইলের পর্দায় আবার কেউ উড়ে যাচ্ছেন সরাসরি কাতার।বঙ্গবাসীও এই আনন্দে মাতোয়ারা।সমর্থকেরা চাইছেন তাঁদের পছন্দের দল জিতুক। ভারতীয় পদ্ধতিতেই শুভকামনা করছেন দলের জন্য। পশ্চিমবঙ্গে রাজনীতিকদের অসুস্থতায়, ভোটের রেজাল্টের আগে একাধিকবার যজ্ঞ করতে দেখা গিয়েছে। এবার এই যজ্ঞ হল ব্রাজিলের জন্য।
দক্ষিণ ২৪ পরগনার বজবজে কালি মন্দিরে চলছে, ব্রাজিলের জন্য হোম যজ্ঞ। যজ্ঞের হোমকুণ্ডর সামনে রয়েছে ব্রাজিলের পোষ্টার। কিন্তু তার সঙ্গেই রয়েছে তৃণমূলের সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পোস্টার। তাতে লেখা রয়েছে নির্বাচনের আগের ঝড় তোলা সেই বিখ্যাত সংলাপ, ‘খেলা হবে’। ভক্তদের বক্তব্য, তাঁরা ব্রাজিলের সমর্থক। চান ব্রাজিল বিশ্বকাপ জিতুক। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়’এরও ভক্ত তাঁরা। সামনেই পঞ্চায়েত ভোট, সেই লড়াইয়ে দলের বিজয় চেয়ে এই যজ্ঞে মমতা ও অভিষেকের পোস্টার রাখা হয়েছে। এই লড়াই বিজয় এনে দেয় কিনা এইবার সেই দিকেই তাকিয়ে সকলে।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023