
নিউজটাইম ওয়েবডেস্ক : দুই দশক পর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে লড়ছে ক্যাশিমেরো, ভিনিসিয়াস জুনিয়ররা। আর গ্যালারিতে আলো ছড়ালেন মহারথীরা। সোমবার রাতে স্টেডিয়াম ৯৭৪-এর ভিআইপি গ্যালারির ভিআইপি বক্সে হাজির কাকা, কাফু, রোনাল্ডো, রবার্ত কার্লোস। এক ফ্রেমে ব্রাজিলের সোনালী অতীত। উত্তরসূরিদের খেলা দেখলেন, গোল হওয়ার পর উল্লাসেও মাতলেন।
নেইমার খেলতে পারেননি, ফলে ব্রাজিলের ভরসা ছিলেন রিচার্লিসন, ভিনিশিয়াস জুনিয়ারা। কিন্তু প্রথমার্ধ পেরিয়ে গেলেও গোল আসছিল না। ফলে উৎকণ্ঠা বাড়ছিল গ্যালারিতে বসা, মহারথীদের চোখে মুখে । কিন্তু বিরাশি মিনিটে ক্যাশিমেরো গোল করতে উল্লাসে ফেটে পড়লেন কাকা, কাফুর মুখে চওড়া হাসি। ২০০২’এর বিশ্ব চ্যাম্পিয়নরা এক লহমায় যেন ফিরে গিয়েছিলেন তাদের সেই সোনালী অতীতে। সুযোগ পেলে হয়তো বল পায়ে মাঠে নেমে পড়তেন একজন বিশ্ব চ্যাম্পিয়ন। ২০ বছর আগে এই এশিয়া থেকে শেষবার কাপ নিয়ে রিও-তে গিয়েছিলেন কাফুরা। তিতের দলের সামনে ইতিহাসের পুনরাবৃত্তির হাতছানি ।Latest posts by news_time (see all)
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023