
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বকাপে নেই ব্রাজিল। মানতে কষ্ট হলেও এটাই সত্যি। এটাই বাস্তব। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ ফলে হেরে কাতারের কাপযুদ্ধ থেকে বিদায় নেইমারদের। কাপজয়ের লড়াইয়ে শেষ চারে ক্রোটরা। বিশ্বকাপ শুরুর আগে তিতের দলকে নিয়ে প্রত্যাশার ফানুশ। কিন্তু সেই ফানুশ চুপসে গেল শেষ আটে এসেই। আরও একবার কান্না ভেজা চোখে বিশ্বকাপ থেকে বিদায় নিল সেলেকাওরা। দক্ষিণ কোরিয়াকে চার গোল দিলেও ক্রোয়েশিয়ার কাছে একেবারেই বেরঙিন ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটে গোল এল না।
ক্রোট দুর্গ পতনের হাত থেকে বার বার রক্ষা করলেন লিভাকোভিচ। ভিনিসিয়াস, রিচার্লিসন, রাফিনিয়া সেলেকাও আক্রমনের তিন কাণ্ডারী সুপার ফ্লপ। বাধ্য হয়েই তিতে তাদের বসিয়ে প্ল্যান বি-তে দল খেলালেন। অ্যান্টোনি-রদ্রিগোদের নামলেন। হলুদ সবুজ জার্সিদের ঝাঁঝ বাড়ল। ১০৫ মিনিটে গোলের খাতা খুললেন নেইমার। সেমির স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিলেন ব্রাজিলিয়ান ভক্তরা। কিন্তু নাটক তখনও বাকি ছিল। ১১৭ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে ১-১ করলেন পেটকোভিচ। খেলা গড়াল টাইব্রেকারে। আর এখানেই অভিজ্ঞতার ভান্ডার উজার করে দিলেন লুকা মদ্রিচরা। চারটি শটই গোলে রাখলেন ক্রোটরা। দাস্তানা হাতে নায়ক হয়ে উঠলেন লিভাকোভিচ। রদ্রিগোর শট রুখে দিলেন, মার্কুইনোসের শট পোস্টে লাগতেই সব স্বপ্ন শেষ সেলেকাওদের। আর স্বপ্নের দৌড় অব্যাহত ক্রোয়েশিয়ার।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023