
নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তাল পরিস্থিতি।অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ডেঙ্গি আক্রান্ত ১৩ বছরের নাবালক’কে ভুল ইনজেকশন দেওয়ায় মৃত্যু হয়েছে তার। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার পুলিশ, রথবাড়ি ফাড়ির পুলিশ রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৩ বছরের ওই নাবালকের বাড়ি সুজাপুরের সারান পাড়া এলাকায়। কয়েকদিন ধরে সে জ্বরে ভুগছিল। জ্বর না কমায় চিকিৎসকের পরামর্শে ডেঙ্গি পরীক্ষা করা হলে, রিপোর্ট পজেটিভ আসে। এদিকে মঙ্গলবার ওই নাবালককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, তার শারীরিক অবস্থা তেমন উন্নতি হয়নি তারপরেও। পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যাবেলায় মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এক নার্স ওই রোগীকে একটি ইনজেকশন দেয় । এবং তারপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে শুরু করে এবং ওই রাতেই তার মৃত্যু ঘটে। ভুল ইনজেকশন দেওয়াতেই মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।তাঁদের আরও দাবি,ইনজেকশন দেওয়ার পর থেকেই কর্তব্যরত ওই নার্সকে ওয়ার্ডে আর দেখতে পাওয়া যায়নি। হাসপাতালের মধ্যে এই নিয়ে রোগীর পরিবার উত্তেজনা দেখাতে শুরু করলে,যায়নি। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুলিশকে ডেকে পরিবারের সদস্যদের ওয়ার্ড থেকে বাইরে বের করে দেয়। পরে পুলিশ হস্তক্ষেপ করে, নাবালকের মৃতদেহ ওয়ার্ড থেকে বার করে পরিবারে হাত তুলে দেয়।এই ঘটনায় কর্তব্যরত নার্সের উপযুক্ত শাস্তির দাবি করেছেন পরিবারের লোকেরা।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023