বোমা উদ্ধার ব্যান্ডেলের প্রাথমিক স্কুল থেকে

নিউজটাইম ওয়েবডেস্ক : ‘বোমা’, ‘বিস্ফোরণ’ শব্দগুলো বাংলার মাটিতে ক্রমশ বহুল উচ্চারিত হয়ে যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগেই বারংবার হয় উদ্ধার হচ্ছে বোমা নয়তো বিস্ফোরণে কেঁপে উঠছে এলাকা। এই ঘটনায় একাধিক শিশু আহত হওয়ার খবরও উঠে এসছে বহুবার। আবারও সেই বোয়া উদ্ধারের ঘটনার পুনরাবৃত্তি।  

স্কুল মাঠে কয়েকটি তাজা বোমা দেখে চাঞ্চল্য।হুগলীর ব্যান্ডেল নলডাঙ্গা প্রাইমারি স্কুলের ঘটনা । স্থানীয়দের অভিযোগ স্কুল চত্বরে বাচ্চারা খেলাধুলা করে সেখানে বেশ কয়েকটি বোমা দেখায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, পুলিশ বিষয়টি খতিয়ে দেখুক । অন্যদিকে বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে  শাসকদলের মদতেই এই ঘটনা । যদিও  চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানা্‌ন, ভোট আসার আগে  বিজেপি চক্রান্ত করেই এইসব  অসামাজিক কার্যকলাপ করছে। পুলিশকে বলবোবিষয়টি তদন্ত করে দেখুক।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube