
নিউজটাইম ওয়েবডেস্ক : শহর থেকে শহরাঞ্চলে মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি । তাই ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়তে পথে নেমে আন্দোলন করার জন্য কলকাতা পুলিশের দারস্থ হয়েছিল দক্ষিণ কলকাতা বিজেপির যুব মোর্চা। মেলেনি পুলিশের অনুমতি। তবে এই বাড়বাড়ন্ত ডেঙ্গি পরিস্থিতিতে চুপ করে বসে থাকতে চায় না গেরুয়া শিবিরের যুব মোর্চা।
রাজবিহারী থেকে চেতলা পর্যন্ত ডেঙ্গি সচেতনতার মিছিলে অনুমতি দিচ্ছে না, পুলিশ প্রশাসন। কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে তাই বিজেপির যুব মোর্চার আইনজীবী সুস্মিতা সাহা দত্ত জরুরী ভিত্তিতে মামলা গ্রহণের আবেদন জানিয়েছেন। বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলায় অনুমতি দেন। আগামীকাল মামলার শুনানি হবে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023