ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতা, বিজেপির প্রতিবাদ মিছিল

নিউজটাইম ওয়েবডেস্ক : ডেঙ্গিতে নাজেহাল রাজ্যের অবস্থা। দিকে দিকে ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে। রাজ্য প্রশাসন ডেঙ্গি দমনে পুরোপুরি ব্যর্থ, প্রথম থেকেই বিরোধীরা এই দাবি তুলে আসছে। ইতিমধ্যেই বাম ও কংগ্রেস রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিবাদ মিছিল করেছে। এইবার পথে নামল বিজেপি যুবমোর্চা।

আজ হাওড়া জেলা বিজেপি যুবমোর্চার ডাকে হাওড়া পুরসভা ঘেরাও এবং ডেপুটেশন কর্মসূচি ছিল।হাওড়া ময়দানে জমায়েত হয়ে দুপুর দুটো নাগাদ পুরসভার গেটের সামনে এসে বিক্ষোভ দেখায় যুব মোর্চা নেতা কর্মীরা।তাদের আটকাতে লোহার ব্যারিকেড করে পুলিশ।ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বচসা বাধে।বিজেপি নেতৃত্বের অভিযোগ পুর নির্বাচন হয়নি, ফলে পরিষেবা পাচ্ছে না স্থানীয় মানুষ।হাওড়া পুরসভা ডেঙ্গি নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী দিনে, বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল বিজেপি যুব মোর্চা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube