
নিউজটাইম ওয়েবডেস্ক : মেয়ের বাড়ি যাবার নাম করে বাড়ি থেকে বেড়িয়ে আচমকাই নিখোঁজ হয়ে গেলেন ময়নাগুড়ির কুমার পাড়া এলাকার বাসিন্দা জগদীশ রায়। জানা গিয়েছে, তিনি ময়নাগুড়ি ব্লকের কুমাড় পাড়া বুথের বিজেপির বুথ সভাপতি ।শনিবার দুপুরে ময়নাগুড়ি থানায় জগদীশ রায়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় নিরুদ্দেশ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন তার ভাই মঙ্গলু রায়।
জানা গিয়েছে জগদীশ রায়ের মেয়ে থাকেন লাটাগুড়িতে। গত বৃহস্পতিবার তিনি মেয়ের বাড়িতে যাবেন বলে, সাইকেলে চেপে নিজের বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি লাটাগুড়ি না পৌঁছালে বাড়ির লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা গত দু’দিন ধরে সম্ভাব্য সমস্ত যায়গায় খোঁজ খবর নেয়। কিন্তু তার কোনও হদিস না পেয়ে শনিবার দুপুরে ময়নাগুড়ি থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে তার ভাই মঙ্গলু রায়। ঘটনার পেছনে তৃনমূলের রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের। বিজেপি নেতা নিতাই রায় বলেন জগদীশ রায় যেহেতু আমাদের বুথ সভাপতি, সে কারনে তার রাজনৈতিক শত্রু থাকতেই পারে। তার নিখোঁজ সংক্রান্ত ব্যাপারে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে। তাকে অপহরন করাও হতে পারে। আমরা চাই প্রশাসন এই বিষয়ে সঠিক তদন্ত করুক। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।Latest posts by news_time (see all)
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023