
নিউজটাইম ওয়েবডেস্ক : এবার দলের বিরুদ্ধেই অভিমান দলীয় কর্মীদের। সেই অভিমান উগড়ে দিলেন ক্ষোভে। জেলা প্রশাসনিক বৈঠকে বিজেপি বিধায়ক সাংসদদের ডাকা হয় না তারই প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ বিধায়ক ও বিজেপি কর্মীদের। প্রতিবাদের আওয়াজ জোড়াল করতে নামলেন রাস্তায়।
রানাঘাট হবিবপুর ছাতিমতলার মাঠে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা তার থেকে কিছুটা দূরে রানাঘাট প্রামানিক মোড়ের কাছে ৩৪ নম্বর জাতীয় সংঘের পাশে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়ক সহ কর্মীরা। বিধায়ক রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপির পার্থসারথি চট্টোপাধ্যায়ের অভিযোগ জেলার উন্নয়নমূলক বৈঠকের মুখ্যমন্ত্রী বিরোধীদের ডাকেন না বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছেন তাই জন্যই তাদের এই প্রতিবাদ।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023