বামেদের সাথে জোট বাঁধবে বিজেপি!

নিউজটাইম ওয়েবডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারাতে অল আউট লড়াইয়ে যাবে বিজেপি।  সন্ত্রাস রুখতে প্রয়োজনে বামেদের পাশাপাশি অন্য বিরোধী কিংবা নির্দলদের সাথে মিলে লড়াই করবে বিজেপি।পঞ্চায়েত নির্বাচনে রাঢ়বঙ্গের দলীয় রণকৌশল ঠিক করতে আজ দুর্গাপুরে এক বৈঠকে যোগ দিতে এসে এমন প্রতিক্রিয়া বিজেপি সাংসদ তথা দলের রাঢ় বঙ্গের পর্যবেক্ষক সৌমিত্র খাঁ’ য়ের।

 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে পরাজিত করতে কোনোরকম ছুতমার্গ করবে না বিজেপি, দুর্গাপুরে বিজেপির রাঢ় বঙ্গ জোনের গুরুত্বপূর্ণ এক বৈঠকে যোগ দিয়ে এমন মন্তব্য করলেন  বিষ্ণুপুরের সাংসদ তথা  বিজেপির রাঢ় বঙ্গের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত দলীয় পর্যবেক্ষক সৌমিত্র খাঁ। আজ দুর্গাপুর ইস্পাত নগরীর  বিজেপির মূল কার্যালয়ে  বাঁকুড়া,দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া নিয়ে গঠিত রাঢ় বঙ্গ জোনের বিধায়ক, সাংসদদের নিয়ে পঞ্চায়েত নির্বাচনের সংগঠনিক কর্মকান্ড নিয়ে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মিলিত হন  বিজেপি নেতৃত্ব।

একধাপ এগিয়ে  সৌমিত্র খাঁ বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কে হারাতে স্থানীয় স্তরেও যদি বিজেপি কর্মীরাও জোট করে, সেক্ষেত্রে তার বিরোধিতা করবে না বিজেপি নেতৃত্ব। তৃণমূলকে যেভাবে হারানো যায় সেইভাবে হারাতে হবে প্রয়োজনে বামেরা কিংবা অন্য কোনো বিরোধী দলের সাথে ঘুর পথে জোট হলেও কোনো অসুবিধে নেই বলে মন্তব্য তার। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে বাম ও বিজেপি একজন হয়ে লড়াই করে তৃণমূলকে পর্যদুস্থ করেছে। এভাবেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসক দলকে মাত দিতে চায় বিজেপি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube