বামেদের বোর্ডে লেখা ‘বিজেপি’

নিউজটাইম ওয়েবডেস্ক : সুকান্ত মজুমদার ঠাকুরনগরে আসার আগের রাতে বাম সংগঠন সি আই টি ইউ এর পার্টি অফিস দখলের চেষ্টা। পার্টি অফিসের বোর্ড কালি দিয়ে মুছে পাশে বিজেপি লিখে দেওয়া হয়েছে। ছিঁড়ে ফেলা হয়েছে পার্টি অফিসের সামনের ফ্লেক্স। জানা গিয়েছে গাইঘাটার চাঁদপাড়া এক নাম্বার স্টেশনে দীর্ঘ ৪৮ বছর ধরে একটি পার্টি অফিস রয়েছে বাম সংগঠন সি আই টি ইউ এর। অভিযোগ  রাতের অন্ধকারে কেউ বা কারা সেই পার্টি অফিসের সামনে লেখা বোর্ড লাল কালির লেপে দিয়ে বিজেপি লিখে রেখেছে। ছিঁড়ে ফেলা হয়েছে পার্টি অফিসের সামনে থাকা সমাবেশের ফ্লেক্স।

CITU নেতাদের দাবি উদ্দেশ্যপ্রণীতভাবে এই কাজ করেছে। গাইঘাটার সংস্কৃতি নষ্ট করতে চাইছে। তারা বলেন, আগে পড়ে গাইঘাটায় এমন এমন ঘটনা কখনো দেখা যায়নি।এই ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, বামেদের ভোট বিজেপিতে গিয়েছে ফলে এটা না হওয়ার তেমন কিছু নেই। পাশাপাশি তিনি বলেন, গাইঘাটার সংস্কৃতিতে এই ধরনের রাজনীতি নেই।

যদি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক প্রবীর রায়। তিনি বলেন, বামেদের অনেকেই বিজেপিতে আসার জন্য যোগাযোগ রাখছে। অতি উৎসাহিত হয়ে যদি কেউ এমন ঘটনা ঘটায় তার জন্য দায়ভার তার। এর জন্য বিজেপি কোন ভাবে দায়ী নয়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube