
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। বাড়ছে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারের গাফিলতিই দায়ী, মনে করছে বিরোধী। এর আগেও কংগ্রেস ডেঙ্গি প্রতিরোধে রাজ্যের ভূমিকার সমালোচনা করে বিক্ষোভ দেখিয়েছিল। এইবার রাজ্যের বিরুদ্ধে সরব হচ্ছে বিজেপি। তাই, বৃহস্পতিবার এক কর্মসূচির ডাক দিয়েছে গেরুয়া শিবির।
রাজ্য সরকার ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ, এই অভিযোগ তুলেই আজ কলকাতা পুরসভা অভিযান করবে রাজ্য বিজেপি। দুপুর ১২ টায় মুরলিধর সেন লেন থেকে এই কর্মসূচীর সূচনা হওয়ার কথা। উপস্থিত থাকবে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা। ডেঙ্গি প্রতিরোধে পুরসভা তৎপর নয়, এই অভিযোগ আগেই তুলেছিল রাজ্যবাসী। জমে থাকা নোংরা ঠিক ভাবে পরিষ্কার করা হয় না, মশা মারার অসুধ দেওয়া হয় না পুরসভার তরফে, এমন অভিযোগ ঘরে ঘরে।
Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023